বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের মাঝে গৃহের চাবি ও ২ শতক করে জমির দলিল হস্তান্তর করা হয়। বরগুনার বামনায় গতকাল শুক্রবার উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে নব নির্মিত আশ্রায়ন প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনার-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রধান অতিথি হিসেবে গৃহহীনদের মাঝে গৃহের চাবি ও ২ শতক করে জমির দলিল হস্তান্তর করেন।
বামনা উপজেলায় এখন পর্যন্ত ১২৭ জন গৃহহীনদের মাঝে গৃহের চাবি ও ২ শতক করে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এখনও ৪০টি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসাইন জমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান এড. চৌধুরী কামরুজ্জামান, রামনা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জোমাদ্দার, ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, গৃহহীন শিল্পি রানী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।