Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার ভারতকে খুশি করতে নিরব ভূমিকা পালন করছে : হেফাজত আমির

মহানবীর (সা.) অবমাননা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ৯:৩৩ পিএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মোমেনিন মা আয়েশা ছিদ্দিকা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। একই সাথে ভারতীয় হাই কমিশনারকে তলব করে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে হবে।
তিনি বাদ জুমা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ মসজিদ ময়দানে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরও বলেন, ভারতে দীর্ঘ ১৯০ বছরের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান ছিল উজ্বলতর। কিন্তু ভারতের বর্তমান শাসক গোষ্ঠী বিজেপির ভারতের সংবিধান বিরোধী আচরণ ও সাম্প্রদায়িক বৈষম্য ভারতকে এক নতুন চেহারায় উপনীত করেছে। ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্ব ফুঁসে উঠলেও বর্তমান সরকার ভারতকে খুশি করতে নিরব ভূমিকা পালন করছে। দেশের বৃহত্তম ইসলামী জনগোষ্ঠীর সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার নিজেদের সর্বনাশ করছে।
বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়ী-ঘর ভেঙ্গে দেওয়ার পরও নবী করিম (সাঃ) কে কটুক্তির করার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ বন্ধ হচ্ছে না। ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের ইসলাম-মুসলিম বিদ্বেষী মনোভাব পরিবর্তন করতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রাম, শিল্প, সাহিত্য, উন্নতি তথা প্রতিটি ক্ষেত্রেই মুসলমানদের ব্যাপক অবদান রয়েছে। ইসলাম ও মুসলমানদের প্রতি বিজেপির রয়েছে চরম বিদ্বেষ। ২০ কোটি মুসলমান জোর করে বের করে দেওয়া সম্ভব নয়।
হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, আলেম-ওলামা ও দেশের সর্বস্তরের জনগণ রাসূল (সাঃ) অবমাননার প্রতিবাদ করার জন্য সকল কে ধন্যবাদ জানাই। বিশ্ব নবীর অবমাননা কোন মুসলমান সহ্য করবে না। সকলের ঈমানী দায়িত্ব রাসূল (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে কুটক্তি করার প্রতিবাদ সকলের জন্য ফরজ।
সিনিয়র নায়েবে আমীর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে ও হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিচ ও মাওলানা আনোয়ার হোসাইন রব্বানীর যৌথ সঞ্চালনায় শানে রেসালত সম্মেলনে বক্তব্য রাখেন আল্লামা ফোরকান উল্লাহ খলিল, নানুপুর ওবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, আল্লামা মুফতি আহমদ উল্লাহ, আল্লামা শেখ আহমদ, আল্লামা সালাউদ্দিন নানুপুরী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা আরশাদ রহমানী, আল্লামা আব্দুল কৈয়ম সোবহানী, মুফতি মাহমুদ হাসান বাবুনগরী, আল্লামা আজিজুল হক আলমাদানী, আল্লামা সরওয়ার কামাল আজিজি, আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, আল্লামা মুফতি হাবিবুর রহমান কাছেমী, আল্লামা ড. এনায়েত উল্লাহ আব্বাসী, আল্লামা ড. আ ফ ম খালেদ হোসেন, মাওলানা ওবাইদুল্লাহ হামজা, মাওলানা হাফেজ শিহাব উদ্দিন।
নানুপুর ওবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী বলেন, দেশের সকল স্তরের জন্য সর্বসাধারণের ঈমানী দায়িত্ব রাসূলের (সাঃ) এর কুটক্তির প্রতিবাদ করা। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আরব-রাষ্ট্রগুলোর মতো আমাদের সরকারের উচিত হবে ভারতের হাই কমিশনারকে তলব করে নুপুর-জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো।
জামেয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী বলেন, পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রাসূলের শানে ও মানে অবতীর্ণ হয়েছে। উম্মাহাতুল মোমেনিন মা আয়েশা ছিদ্দিকা (রাঃ) শানে পবিত্র কোরআনে সূরা আল নূর অবতীর্ণ হয়েছে। সূরা আল নূরের অসংখ্য আয়াত হযরত মা আয়েশা ছিদ্দিকা (রাঃ) এর বিশুদ্ধ চরিত্রের বর্ণনা রয়েছে। সূতারাং কোন নাস্তিক মুরতাদের স্বীকৃতির প্রয়োজন নেই। পৃথিবীর বিখ্যাত দার্শনিক ও মনীষি সাহিত্যিক, রাজনৈতিক ও বুদ্ধিজীবীরা এক বাক্যে স্বীকার করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)।



 

Show all comments
  • জামশেদ পাটোয়ারী ১৭ জুন, ২০২২, ১১:২৯ পিএম says : 0
    বাঘ হেফাজত এখন বিড়ালে পরিণত হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মা আয়েশা ছিদ্দিকাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য বিশ্বব্যাপী প্রতিবাত হলেও হেফাজত চুপ, কোন আওযাজ নাই। এইভাবে যেদিকে বৃষ্টি সেদিতকে ছাতা ধরে দেশে ইসলামী শাসন কোনদিন বাস্তবায়ন করা যাবেনা। রাত নীতিতে না এসে মাঝে মধ্যে গর্জে উঠলে শাপলা চত্তরের মত মার খেয়ে হজম করতে হবে।
    Total Reply(0) Reply
  • ABU ABDULLAH ১৭ জুন, ২০২২, ১১:৪৭ পিএম says : 0
    আশা করি এ বার দেশের সমস্ত আলিম ওলামা এক হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ