বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে তাড়াহুড়ো করে কারখানা থেকে বের হতে গিয়ে ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়ার কন্টিনেন্টাল গার্মেন্টস প্রাইভেট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটির চার তলা ভবনের তৃতীয় তলায় ঝালাই এর কাজ করছিলো ওয়েল্ডিং মিস্ত্রীরা। ঝালাই কাজের সময় আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হলে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে কারখানা কর্তৃপক্ষ।
এসময় শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পরলে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হয় অন্তত ২০ শ্রমিক।আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানাটি একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্য দিকে দুপুরে আশুলিয়ার কাঠগড়ায় এভার ব্রাইট পোশাক কারখানার ছয়তলা ভবনের ছাদে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলে কারখানা কর্তৃপক্ষ।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।