Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিলেন সাবেক মেম্বার, ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তাকে রক্ষা

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ২:৪৫ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে পরকীয়া প্রেমের অভিযোগে এক গৃহিনীর(২৫) চুল কেটে দিয়েছেন সাবেক এক নারী মেম্বার। শুক্রবার ভোররাত ৩টার দিকে বলইবুনিয়া ইউনিয়নের কিচমতজামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা গৃহিনীর স্বামী দেশে নেই। তার ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

ঘটনার সময় পরিস্থিতির শিকার ওই গৃহিণী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তাকে রক্ষার অনুরোধ জানান। মোরেলগঞ্জ থানা পুলিশ ভোররাত ৫ টার দিকে ঘটনাস্থলে পৌছে নির্যাতিতা গৃহিনীকে উদ্ধার করে।

একই সাথে তার চুল কেটে দেওয়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনজিলা বেগমকে(৫০) ও তার ছেলে রিয়াদ খানকে(২৬)আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গভীররাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি যাচাই-বাছাই করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ