বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েল’স কারখানায় দুর্ঘটনার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ওই প্রতিষ্ঠানের চেয়াম্যান সৈয়দ মকবুল হোসেন ও তার স্ত্রীসহ ৮ জনের জামিন বিষয়ে আদেশ আজ বুধবার। গতকাল মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিদের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আতাউল গণি। পরে আইনজীবী আতাউল গণি বলেন, আদালত জামিনের বিষয়টি বুধবার আদেশের জন্য রেখেছেন।
এর আগে ২১ নভেম্বর সোমবার টাম্পাকোর মালিক সাংসদ মকবুল হোসেনসহ ৮ জন আত্মসমর্পণ করে আগাম জামিন চান। ওই দিন আগাম জামিনের ওপর প্রথম দিনের আংশিক শুনানি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।