Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুক মামলায় কারাদণ্ড

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

যশোরে যৌতুক মামলায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে তিনবছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান কেশবপুরের কিসমত সানতলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীব হোসেন জনি। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৩১ অক্টোবর আসামি আব্দুল মান্নান অভয়নগরের কাদিরপাড়া গ্রামের বাচ্চু মোল্যার মেয়ে রুমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর আসামি আব্দুল মান্নান ১ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। ২০২০ সালের ২ সেপ্টেম্বর আসামি ফের যৌতুক দাবি করে তার স্ত্রীকে মারপিট করে বাবার বাড়িতে তাড়িয়ে দেন। মীমাংসায় ব্যর্থ হয়ে রুমা খাতুন ওই বছরের ৩০ নভেম্বর আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ