Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তল্লাশী করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস ও পুলিশ সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে কাস্টমস ও বন্দর থানা পুলিশের যৌথ অভিযানে বন্দরের বাইপাস সড়ক থেকে এসব মাদকদ্রব্য ও আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়। তবে এ বিষয়ে কেউ আটক হয়নি।

নাভারণ পুলিশ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, গোপন খবর আসে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৈধ পণ্যের সাথে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে একটি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এমন খবরে কাস্টমসের সহযোগিতায় বন্দরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে ডব্লিউ বি-৭৬-এ-৫১৭৫ নাম্বার ট্রাকে তল্লাশি করে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন, কসমেটিক ও বাজি পাওয়া যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ট্রাকচালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ