বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. হাবিবুর রহমান বুসাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে আসামিকে দশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি মো. হাবিবুর রহমান বুসা ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে মৃত হাজী মোল্লার ছেলে। গতকাল দুপুর ৩টায় ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবরিনা আলী এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারি মো. ফখরুল ইসলাম, ঘটনার দশ বছর পর এই মামলার রায় ঘোষণা হয় ।
তিনি জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ্যে উপর্যুপরি আঘাত করে স্বামী হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বপ্না বেগমের। এ ঘটনার একদিন পর ত্রিশাল থানায় বাবা হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে রুবেল মিয়া।
ওই মামলায় র্দীঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালতের বিজ্ঞ বিচারক। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা কলেন সংশ্লিষ্ট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. ফরিদ আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।