বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক ইউসুফ আলীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ১৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় আইটিভি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা।
মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুস ছালাম সিকদার জানিয়েছেন, আসামি ইউসুফ আলীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের হয়েছে। এই মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রমতে, একটি দৈনিকে কর্মরত এক নারী সাংবাদিককে বিভিন্ন সময় উত্ত্যক্ত করা এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তার বিরুদ্ধে অশালীন প্রচারণা চালায় ইউসুফ আলী। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিকের স্বামী গত ২ নভেম্বর ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১২ সাল থেকে ওই নারী সাংবাদিকের সঙ্গে ইউসুফ আলীর পরিচয় হয়। এ সুযোগে ইউসুফ আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ওই নারী সাংবাদিকের নামে) ভুয়া অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আপত্তিকর এসএমএস ও ছবি পোস্ট করে। এছাড়া ওই নারী সাংবাদিককে উত্ত্যক্ত করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
গ্রেফতারের পর এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল ইসলাম জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তে এ ঘটনায় ইউসুফ আলীর জড়িত থাকার প্রমাণ মিলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।