Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ নীতিমালা দ্রুত চূড়ান্ত জরুরি আলোচনা সভায় বিশেষজ্ঞদের অভিমত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তামাক নিয়ন্ত্রণসহ জনস্বাস্থ্য উন্নয়নে স্থায়িত্বশীল অর্থায়নে সবরকম তামাকজাত দ্রব্যের উপর ১শতাংশ সারচার্জ আরোপের সিদ্ধান্ত প্রশংসনীয়। ২০১৪-১৫ অর্থ বছরে এ সারচার্জ আরোপ করা হয়। এ অর্থ তামাক নিয়ন্ত্রণসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা দরকার। এতে রোগ প্রতিরোধ ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে শক্তিশালী করা সম্ভব হবে। এজন্য সারচার্জ ব্যবহারে প্রক্রিয়াধীন নীতিমালা দ্রুত চুড়ান্ত করা জরুরি। গতকাল ডাব্লিউবিবি ট্রাস্ট কৈবর্ত সম্মেলন কক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও আন্তর্জাতিক সংগঠন দি ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। বাংলাদেশ তামাকবিরোধী জোটের মুখপত্র সমস্বর এর নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম সুজন এর সঞ্চালনায় আলোচনা করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ডা. আসিফ মুজতবা মাহমুদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ডা. কাজী সাইফুদ্দিন বেন্নূর, ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দি ইউনিয়ন এর কারিগরি পরামর্শক অ্যাড. সৈয়দ মাহবুবুল আলম এবং প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ। ডাব্লিউবিবি ট্রাস্ট-এর পরিচালক গাউস পিয়ারী মুক্তি’র সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান। মূল প্রবন্ধে সৈয়দা অনন্যা রহমান বলেন, বাংলাদেশের মানুষের মৃত্যুর প্রধান কারণগুলো হচ্ছে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়বেটিস, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এসব রোগের অন্যতম প্রধান তামাক সেবন, ধূমপান ও পরোক্ষ ধূমপান। কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রণ করতে পারলে এসব ভয়াবহ রোগে মৃত্যু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সেজন্য তামাক নিয়ন্ত্রণে স্থায়ীত্বশীল আর্থিক যোগান নিশ্চিত করা জরুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ