প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড সিনেমার আইটেম ড্যান্সার হিসেবে তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার নাচের ভঙ্গিমা মানুষকে বেশি আকৃষ্ট করে। নোরা ফাতেহি মানেই নাচে নতুন চমক দেখবেন দর্শক। এবার তিনি নিজেকে আবিষ্কার করছেন নতুনভাবে। একটি মিউজিক ভিডিওর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নোরা। যে গানটিতে নিজেই পারফর্ম করেছেন তিনি।
সম্প্রতি পরিচালনা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন নোরা। সেখানে গানের সেট থেকে পর্দার পেছনের ছবিগুলোর একটি সিরিজ পোস্ট করেছেন। আর ক্যাপশন তিনি লিখেছেন, ‘আমার নতুন গান ডার্টি লিটল সিক্রেট-এ প্রথমবার মিউজিক ভিডিও পরিচালনা করছি। এটি একটি দুর্দান্ত শেখার অভিজ্ঞতা ছিল!’
পরিচালনায় আত্মপ্রকাশ সম্পর্কে নোরা ফাতেহি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “শিল্পী হিসেবে আরও বেশি করার খিদে আমার সবসময়ই থাকে। আমি যখন 'ডার্টি লিটল সিক্রেট' নিয়ে কাজ করছিলাম, তখন আমি প্রতীকী পূর্ণ একটি ভিডিও তৈরি করতে চেয়েছিলাম, যার চিত্রনাট্য ধীরে ধীরে বুঝতে হবে। আমি জানতাম যে প্রতীকের সাহায্যে আমি কী দেখাতে চাই। একদম তাই-ই করেছি। প্রতিটা সেটআপ, প্রতিটা কস্টিউম বদল, প্রতিটা মুহূর্ত, এই ভিডিওর সবকিছুর কোনো না কোনো মানে আছে। শ্রোতাকে মন দিয়ে গানটা দেখে সবকিছুর মানে বুঝতে হবে।”
সম্প্রতি নোরার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ডার্টি লিটল সিক্রেট’। পপ-কালচার ধাঁচের ভিডিওটি ইউটিউবে এরই মধ্যে প্রায় সাড়ে ৯ লাখের বেশি বার দেখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।