বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : নিখেঁজের দীর্ঘদিন পরেও সন্ধ্যান মেলেনি ১২ বছর বয়সী মাদরাসা ছাত্র সিয়ামের। সন্তানের চিন্তায় এক অজানা শঙ্কায় দিনাতিপাত করছেন তার দরিদ্র বাবা-মা। মাদরাসা থেকে নিখোঁজ হলেও সিয়ামকে উদ্বারে কর্তৃপক্ষের আচরন রহস্যজনক বলে অভিযোগ করেছেন তার বাবা আলমগীর সরকার।
আলমগীর জানান, তার ছেলে সিয়াম রাজধানীর সবুজবাগ থানাধীন পূর্ব রাজাবাজার দারুল মিল্লাত আলিমুল কোরআন মাদরাসার ছাত্র। গত ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সে মাদরাসা থেকে বের হয়। এর পর আর সে মাদরাসায় ফেরেনি। নিখোঁজ সিয়ামের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চরমুতড়াপাড়ায়। ৪ ফুট উচ্চতার সিয়ামের গায়ের রং ফর্সা। মুখমÐল গোলাকার। সিয়ামের নিখোঁজের ঘটনায় তার মা শাপলা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডাইরি (নং- ৬৭৭, তারিখ-১৩-১১-১৬) দায়ের করেছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত সিয়ামকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে দীর্ঘদিন ধরে সন্তানের খোঁজ না মেলায় তার মা মৃত্যুশয্যায়। বাবা আলমগীর সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন ঢাকার অলি-গলি ও হাসপাতাল। কোন ব্যক্তি তার সন্তানের খোঁজ পেলে ০১৭৫৬-৬৬৯৯৭৭ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।