Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ৩:০১ পিএম

বাগেরহাটের শরণখোলায় তামান্না আক্তার (১৩) নামের এক ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী
গালায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে । (১৬ জুন) বৃহস্পতিবার সকাল ৯টায়
উপজেলার ধানসাগর আমড়াগাছিয়া এলাকার কালিবাড়ি গ্রামে এঘটনা ঘটে ।
নিহত তামান্না আক্তার আমড়াগাছিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর
ছাত্রী ও কালিবাড়ি গ্রামের মোঃ ইয়াছিন ফকিরের কন্যা ।
আমড়াগাছিয়া বাজারের চিকিৎসক মইনুল ইসলাম বলেন,সকাল ৯টার দিকে
তামান্নার মা বাজার করার উদ্যেশ্যে আমড়াগাছিয়া বাজারে আসেন । এসময়
আমার দোকানের ওষুধের পাওনা টাকা দিয়ে বাড়ি গিয়ে দেখেন তার মেয়ে ঘরের
আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে । পরে আমাকে খবর দিলে গিয়ে
দেখি মারা গেছে ।
প্রতিবেশীরা বলেন,তামান্নার বাবা থাকেন ফেনী জেলায় । সেখানে কনস্ট্রাকশন কাজের সহকারী ঠিকাদার তিনি। সকালে মেয়ে
বাবাকে ফোন করে নানা বাড়ি বেড়াতে যাবে বলে অনুরোধ করে । তখন তার বাবা
কয়েকদিন পরে যেতে বলায় এই আত্মহত্যা করেছে বলে ধারনা তাদের।
শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন, আমড়াগাছিয়ার কালিবাড়ি গ্রামে
তামান্না আক্তার নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে । অভিযোগ পেলে তদন্ত
করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ