Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড : দগ্ধ ২০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারের আশুলিয়ায় একটি গ্যাস লাইটার প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় সোয়া ২ ঘ্ণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে অন্তত ২০জন শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির।
গতকাল বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকার ‘কালার ম্যাক্স (বিডি) লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। ডিইপিজেড দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে সাভার, ডিইপিজেডের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।
কিন্তু আগুনের লেলিহান শিখায় টিনসেডের তৈরি কারখানাটির তিনটি সেড পুড়ে যায়। পরে প্রায় সোয়া ২ঘণ্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দগ্ধ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে দমকল বাহিনীর এ কর্মকর্তা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। আশুলিয়ার বেরণ এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) হারুন উর রশিদ জানান, তাদের হাসপাতালে ১৩ জন দগ্ধ নারী শ্রমিক এসেছিল। তবে ভয়াবহ অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে এম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ১৩ জনের মধ্যে ৪/৫ জনের শরীর ৯০ ভাগ পুড়ে গেছে অন্যদের ৫০ ভাগের বেশি পুড়ে গেছে।
সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কাদির নাজিম বলেন, আশুলিয়ায় লাইটার কারখানায় অগ্নিকাÐে ৫ জন দগ্ধ রুগী ভর্তি হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ