বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় দেড়শ কোটি টাকা দিয়ে আমদানিকৃত দুই সর্বাধুনিক শক্তিশালী টাগবোট চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চীনে প্রস্তুতকৃত এই দুইটি টাগবোট চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিংসহ নানা কাজে ব্যবহৃত হবে। চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, চীনে তৈরি দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫০০০ বিএইচপি/৭০ টন বোলার্ড পুলের ‘কাণ্ডারী-৩’ ও ‘কাণ্ডারী-৪’ নামের টাগবোট দুইটি বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বৃহস্পতিবার টাগবোট দুইটি বন্দরের জেটিতে আসার সম্ভাবনা রয়েছে।
টাগবোট দুইটিকে বন্দরের ১ নম্বর বার্থের নবনির্মিত সার্ভিস জেটিতে নোঙর করা হবে। এখান থেকে টাগবোট দুইটির কার্যক্রম পরিচালিত হবে। নতুন টাগবোট দুইটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বন্দরের নৌ বিভাগের ২০ জন মাস্টারসহ একটি টিম তৈরি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ১৪৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকায় নতুন দুইটি টাগবোট সংগ্রহ করা হয়েছে। টাগ দুইটি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বমানের বন্দরে এই ধরনের টাগবোট অতি অত্যাবশ্যকীয় ইকুইপমেন্ট। বহিনোর্ঙর থেকে বড় জাহাজ ভেড়ানোর সুবিধা সৃষ্টি করা, চট্টগ্রাম বন্দর, মহেশখালী, কুতুবদিয়া এলাকায় গৃহীত প্রকল্প ও জেটিগুলোতে অধিক সংখ্যক বড় জাহাজ বার্থিংসহ জাহাজ হ্যান্ডলিংযে টাগ দুইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।