Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নৌকাকে হারিয়ে দ্বিগুণ ভোটে চেয়ারম্যান হলেন জামায়াতের প্রার্থী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১০:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সেফাউল মুলুক। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৬ হাজার ৫৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী বেনাউল ইসলাম। তিনি পেয়েছেন ৮ হাজার ৪৮৪ ভোট। জামায়াত-সমর্থিত প্রার্থীর চেয়ে প্রায় অর্ধেক ভোট কম পেয়েছেন তিনি।

বুধবার (১৫ জুন) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান। তিনি বলেন, এখানে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কম সময়ে সহজেই ভোট দিতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কানসাট ইউপিতে ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩১৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৪২৭ জন।

নির্বাচনে ১০টি কেন্দ্রে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তা কাজ করেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন ১০৭ জন এবং পোলিং কর্মকর্তা ছিলেন ২১৪ জন।

আজকের নির্বাচনে ভোট পড়েছে ২৬ হাজার ৩০টি। এরমধ্যে ৫৫টি ভোট বাতিল হয়েছে।



 

Show all comments
  • Harunur Rashid ১৬ জুন, ২০২২, ৫:০২ এএম says : 0
    Congratulation! One stone at a time.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ