Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুসিকে আ’লীগের প্রার্থী রিফাতের জয়

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ৯:৫০ পিএম

নজীরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বধীন নতুন নির্বাচন কমিশনের হাত ধরে কুমিল্লা সিটি নির্বাচন সারা দেশবাসীর কাছে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে।কুমিল্লা সিটিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের মধ্যদিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনার যাত্রায় সফল হলেন নতুন নির্বাচন কমিশন

সকল জল্পনার অবসান ঘটিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত বিপুল ভোটে নৌকা প্রতীকে জয়লাভ করে সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকতম প্রতিদ্বন্ধী প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। বুধবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোট গণনা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ফলাফল সীট এসে পৌঁছে সন্ধ্যার দিকে। এরপর আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী কুসিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকতা নৌকা প্রতীকের আরফানুল হক রিফাতকে নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর চেয়ে ৩৪৩ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেন।

কুমিল্লার রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, গত ১০ বছরে নগর উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করায় একদিকে সাধারণ ভোটার অন্যদিকে বিএনপি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় দলের ভোট বঞ্চিত হওয়ার কারণেই এবারে ধরাশায়ী হয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তবে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সামান্য ব্যবধানে পরাজিত হন। ভোটের লড়াইয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ঘোড়া প্রতীকের তরুণ প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। যিনি তার একের পর এক বক্তব্য দিয়ে গোটা নির্বাচনী পরিবেশ সরগরম রেখেছিলেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ১২ ভোট।

এদিকে রিফাতের জয়ের খবরে শিল্পকলার ভেতর বাইরে অপেক্ষমান আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী সমর্থক আনন্দ উল্লাস করে।ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী আরফানুল হক রিফাত দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আকম বাহাউদ্দিন বাহারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলের নেতাকর্মী ও নগরবাসীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন ও সুষ্ঠু ভোটগ্রহণ আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে সাধুবাদ জানান।



 

Show all comments
  • Mohmmed Dolilur ১৫ জুন, ২০২২, ১০:১৪ পিএম says : 0
    গননা না হতেই আরম্ভ হয়ে গেছে গন্ডগোল,ঢুকে গেলেন নির্বাচন কমিশন এর কক্ষে কি ভাবে জনগন বুজলেন সুস্থ নির্বাচন হয়েছেন,প্রথম আলো নিউজ এর ধারে কাছে ও নেই দৈনিক ইনকিলাব এর খবর।,ভোট যদি সুস্থ হয়ে থাকে জোর করে নির্বাচন কমিশন কক্ষে ঢুকবে কি জন্য,অবশ্যই অপেক্ষায় থাকতে হবে,নিচ্ছয় রহস্য অবশ্যই আছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ