বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে দীর্ঘ ৪ বছর কারাভোগ শেষে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে গেলেন দিলীপ সরকার নামে এক ভারতীয় নাগরিক। গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতের ত্রিপুরা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন কারা কর্তৃপক্ষ ও জেলা পুলিশ।
দীলিপ সরকার ত্রিপুরা রাজ্যের যুগ্মনগর আড়ালিয়ার জগদীশ সরকারের ছেলে। তিনি ২০১৮ সালে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় বিজিবি জওয়ানরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ মামলা দিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে সাজা দিয়ে কারাগারে পাঠায়। দীর্ঘ কারাভোগের পর বুধবার সে ব্রাহ্মণবাড়িয়ার কারাগার থেকে মুক্তি পায়। দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হলো।
হস্তান্তরকালে আখাউড়া চেকপোষ্টে উপস্থিত ছিলেন ত্রিপুরা পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক সিদ্ধার্থ দেব, বিএসএফ, তার পরিবারের সদস্যরা। বাংলাদেশের পক্ষে আখাউড়া থানার উপ পরিদর্শক মঈন উদ্দিন, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মো. মোরশেদ আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।