Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

“ভোট চোর সরকারকে আর জনগন ক্ষমতায় দেখতে চাই না”

ঝিনাইদহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ৭:৩১ পিএম | আপডেট : ৮:৪০ পিএম, ১৫ জুন, ২০২২

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবী বুধবার (১৫ জুন) ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বার ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়।

মিছিল শেষে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. দবির হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক, বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এড মশিয়ূর রহমান। প্রধান অতিথি মশিয়ূর রহমান তার বক্তৃতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গনতন্ত্র আখ্যা দিয়ে বলেন, হাসিনা সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলে আজ গনতন্ত্র চার দেয়ালে বন্দি রাখা হয়েছে। তিনি বলেন, দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি ছাড়া বিএনপি আন্দোলন সংগ্রাম থেকে পিছু হটবে না।
তিনি আরো বলেন, এই ভোট চোর সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চাই না। তারা উন্নয়নের বড় বড় বলি আওড়িয়ে দেশের টাকা বিদেশে পাচার করছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড. একরামুল আলম, বারের সভঅপতি এ্যাড রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড শামসুজ্জামান লাকি, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলন, যুগ্ম সম্পাদক এ্যাড. রিয়াজুল ইসলাম, এ্যাড. এএসএম রফিকুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলীম, বিএনপি নেতা এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু ও এ্যাড. জাহাঙ্গীর কবীর আব্দুল হাই প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ