Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাণাধীন ভবনের ইট পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশু জান্নাতী

ঝিকরগাছা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:২০ পিএম

যশোরের ঝিকরগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রি ক্যাডেট স্কুল পাড়ার একটি নির্মাণাধীন বহুতল ভবনের উপর থেকে ইটের টুকরো পড়ে জান্নাতী(৬) নামের একটি শিশু মারাত্মক আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে।

প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, ঝিকরগাছা প্রি ক্যাডেট স্কুলের পাশে মোবারাকপুর গ্রামের ভেজালের ছেলে আলমগীর এবং জাহাঙ্গীর একটি চারতলা বাড়ি নির্মাণ করছেন। গত ১৩ জুন ঐ বাড়িতে রাজমিস্ত্রী এবং কারেন্ট মিস্ত্রি কাজ করছিল। দুপুর বেলা পার্শ্ববর্তী জুয়েলের বাড়ির ভাড়াটিয়া ঝিকরগাছা বাজারের ডিম ব্যবসায়ী নুর হোসেন বাবুর মেয়ে জান্নাতি(৬) স্কুল থেকে ফিরে রাস্তায় খেলছিল। এমন সময় শ্রমিকদের হাত থেকে ছুটে এসে একটা ইটের টুকরো জান্নাতীর মাথার ওপর পড়লে শিশুটি রক্তে ভিজে সেখানেই ছটফট করতে থাকে। এদৃশ্য দেখে তার পরিবারের লোকজন এবং উপস্থিত জনতা তাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে যশোর নিতে বললে জান্নাতীকে যশোরের কুইন্স (প্রাঃ) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্হার অবনতি ঘটলে গতকাল বিকেলে এম্বুলেন্স যোগে শিশুটিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। পরে জান্নাতীর মাথার অপারেশন সম্পন্ন করেছে ডাক্তারগন। তার অবস্থা এখনও আশংকাজনক বলে ডাক্তাররা জানিয়েছেন।

এদিকে ঘটনাস্থলে যেয়ে দেখা যায়, বাড়ি নির্মাণে কোনো ধরনের আত্মরক্ষা মূলক ব্যবস্হা গ্রহণ করা হয়নি। প্রতিবেশী জরিনা খাতুন জানান, এর আগেও কাজ করার সময় আমার বাড়িতে ইট, কাঠ পড়েছে। বাড়িওয়ালাকে বললে উল্টে আরও মারতে আসে। অনেকেই তাদেরকে বলেছে রাস্তার পাশে নিরাপত্তা নেট দিতে কিন্তু তারা কারো কথা শোনেনি। বাড়ির মালিক আলমগীর হোসেন জানান, শিশুটি কোথা থেকে চলে আসলো আমরা বুঝতে পারিনি। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। কোনো নিরাপত্তা ব্যবস্হা নেই কেন জানতে চাইলে বলেন, আমাদের কেউ বলেনি তাই প্রয়োজন মনে করিনি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান বাবু জানান, আমি ঘটনাটা শুনেছি। এরকম ঘটনা সত্যি দুঃখজনক। ঐ ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্হা নিতে আমি পৌরসভাকে অনুরোধ করবো এবং শিশুটি চিকিৎসা শেষে বাড়ি আসলে তার অভিভাবকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করবো।

এ বিষয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার জনাব ইদ্রিস আলি জানান, ভবন নির্মাণের অনুমতি পত্রে আমরা লিখে দিয়েছি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্হা গ্রহণ করতে হবে। কিন্তু কেউ আইন মানতে চায়না। এই দূর্ঘটনার পর ভবন মালিকের বিরুদ্ধে কোনো শাস্তি মূলক ব্যবস্হা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কেউ অভিযোগ করলে আমরা নির্মাণ কাজ বন্ধ করে দেবো এবং ক্ষতিপূরণ আদায় করার প্রয়োজনীয় সহযোগিতা করবো।



 

Show all comments
  • jack ali ১৫ জুন, ২০২২, ১২:২৬ পিএম says : 0
    আল্লাহ এই বাচ্চাটাকে সুস্থ করে তোলেন< আমিন> মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এটা একটা কাফেরই কথা এটা বলা জঘন্যতম অন্যায় আল্লাহ সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ