Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধান্ত পরিবর্তন : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেরে ২১ জুন পর্যন্ত বন্ধ চুয়েট

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১০:৪৮ পিএম

ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত, দেশীয় অস্ত্র নিয়ে মহড়াসহ নানা ঘটনার জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অবশেষে বন্ধ ঘোষণার সময় পরিবর্তন করা হয়েছে কয়েক ঘণ্টার ব্যবধানে।

প্রথমে মঙ্গলবার (১৪ জুন) থেকে ৫ জুলাই পর্যন্ত ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয়া হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে বন্ধের সময় কমিয়ে করা হয়েছে ২১ জুন পর্যন্ত। বিকেল সাড়ে ৪টায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম ও উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান। তারা জানান, বিকেল সাড়ে ৪টায় চুয়েটের ১২৪তম জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে ২১ জুন পর্যন্ত হল, ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। ২২ জুন থেকে সবকিছু আবার চলবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ