বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রচারণার সময় শেষ হয়েছে গতকাল (সোমবার) মধ্যরাতে।সকল প্রস্তুতিও প্রায় শেষ। আগামীকাল (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রশাসন ও নির্বাচন কমিশন দাবি করছে, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্রসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) ভোটের আগের দিন কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম বিতরণ করা হচ্ছে।
আগামীকাল অনুষ্ঠেয় এই সিটি নির্বাচন হতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সদ্য গঠিত নির্বাচন কমিশন পরিচালিত প্রথম বড় নির্বাচন। এই নির্বাচনে কমিশন কীভাবে দায়িত্ব পালন করে, তা দেখার অপেক্ষায় সব রাজনৈতিক দল। সিটি নির্বাচনে ২ লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।
কুসিক নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বিএনপি থেকে বহিষ্কৃত ও কুসিকের সদ্য বিদায়ী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন দেয়াল ঘড়ি নিয়ে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটাই প্রমাণ করে যে, নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের এক মত বিনিময় সভায় এ সব কথা বলেন। অপরদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আসেনি বা সেটা দৃশ্যমান নয়।’ বিএনপি একটি ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আজ (মঙ্গলবার) সকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘কুমিল্লা মহানগর আসনের সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। একজন সংসদ সদস্য তাঁর এলাকায় যেতে পারেন, বাড়িতে থাকতে পারেন। তিনি স্থানীয় নির্বাচনে প্রচারণায় অংশ নিচ্ছেন কি না, সেটাই হচ্ছে মূল ফ্যাক্ট।’
হানিফ বলেন, যদি কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশ না নিয়ে থাকেন, সেক্ষেত্রে তো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হতে পারে না। আমরা যতটুকু দেখেছি-শুনেছি, তিনি কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নেননি। তিনি তাঁর বাড়িতে অবস্থান করছেন। মানুষ তাঁর নিজের বাড়িতে থাকবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। এজন্য কাউকে পদত্যাগ করতে হবে, কাউকে বহিষ্কার করতে হবে—এটা যৌক্তিক নয়। আওয়ামী লীগের এ নেতা বলেন, আসলে বিএনপির সামনে সরকারের বিরুদ্ধে কথা বলা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার তেমন কোনো কিছু নেই। কোনো কিছু না থাকার কারণে তারা এগুলো নিয়ে ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
সুষ্ঠু নির্বাচনের দাবি সুজনের
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সব অংশীজনদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যথোপযুক্ত পদক্ষেপ নিন। সফল নির্বাচন অনুষ্ঠানের ভালো দৃষ্টান্তসমূহ অনুসরণ করুণ। সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাই যাতে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে মেনে চলেন সে ব্যাপারে কঠোরতা প্রদর্শন করুন। কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।