Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ খুলনা শিপইয়ার্ডে উদ্বোধন

ল্যান্ডিং ক্রাফট ট্যাংক নির্মাণ

নাছিম উল আলম : | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ নৌ বাহিনীর জন্য সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৩টি ‘ল্যান্ডিং ক্রাফট ট্যাংক’এর নির্মাণ কাজের সূচনা হচ্ছে আজ খুলনা শিপইয়ার্ডে। দেশে প্রথমবারের মতো এ ধরনের ল্যান্ডিং ক্রাফট ট্যাংক তৈরির গৌরব অর্জন করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ডই। ফলে দেশের নৌযান শিল্পে নতুন মাইল ফলক রচিত হবে বলে মনে করছেন নৌযান বিশেষজ্ঞগণ। বাংলদেশ নৌ বাহিনীর খুলনা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহম্মদ আনোয়ার হোসেন-এনজিপি, পিসিজিএম, এনডিসি, পিএসসি আজ দুপুরে খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ‘কিল লেয়িং’এর মাধ্যমে এসব সমর নৌযনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম শামসুল আজিজ-এনজিপি, পিএসসি-বিএন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জিএমবৃন্দ ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ