Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্যবিয়ে ভেঙে দিলো ইউএনও মেয়ের বাবাকে ছয় মাসের কারাদন্ড

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

 শরণখোলায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে কন্যার পিতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত। এসময় বরসহ বরের পিতা ও কাজী পালিয়ে যায়। আসামিকে গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. নুরে ই আলম সিদ্দিকী জানান, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদমতলা গ্রামের শাহ আলম মুন্সির বাড়িতে তার নাতনি তানিয়া আক্তারকে উপজেলার নলবুনিয়া গ্রামের মো. হারুনের পুত্র বাদলের সাথে বিয়ের আয়োজন করছিল।
এ খবর পেয়ে রাতেই তিনি ওই বাড়িতে গিয়ে অভিযান চালান ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে আবুল বারিককে বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দেয়া হয়। আসামি বারিকের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার তেঁতুলতলা গ্রামের মহেশ্বরীপুর গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ