Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা সেতুর সব ল্যাম্পপোস্টে একসাথে আলো জ্বলে উঠল

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৯:২৫ পিএম

স্বপ্নের পদ্মা সেতু জুড়ে ভেসেছে আলোর বন্যায়। পদ্মা সেতুর ওপর ও দুই প্রান্ত সব কয়টি সড়কবাতি জ্বালানো হয়েছে। সেতুতে সব মিলিয়ে যে ৪১৫টি ল্যাম্পপোস্ট সবগুলো জ্বলে উঠল একযোগে। তাতে উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা সেতু পেল আলো ঝলমলে নতুন চেহারা। সব বাতির প্রজ্বলনে রাতের আঁধারে পদ্মার বুকে এই সেতু যেন স্বপ্নের আলো হয়ে জ্বলে উঠল।

আজ মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বলন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই সড়কবাতিগুলো জ্বালানো হয়। পরীক্ষামূলক সেই প্রজ্বলন সফলও হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লি বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম সেতুর দুই প্রান্তে সবগুলো ল্যাম্পপোস্টে বসানো বাতি জ্বালানো হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই বাতিগুলো জ্বলে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ