বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনাইটেডের প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয় সহধর্মিণী আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মির্জাগঞ্জ। প্রতিদিনই উপজেলার পৃথক পৃথক স্থানে একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫ টায় সুবিদখালী হাইস্কুলের সামনে বরিশাল-বরগুনা মহাসড়কে বাংলাদেশ জামাইয়াতে হিজবুল্লাহ'র মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে পটুয়াখালী জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও চৈতা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্জ মাওঃ মুহাঃ নূর খান সাহেবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারন সম্পাদক মাওঃ আবুছালেহ মুহাঃ খাইরুল্লাহ, সহ সভাপতি আলহাজ্জ মাওঃ মোঃ মোতাহার হোসাইন সূফী সাহেব, তালীমে তরীকত সম্পাদক আলহাজ্জ মাওঃ মোঃ শামশীর আলী খান, উপজেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ বাহাউদ্দিন, সাধারন সম্পাদক মাওঃ মোঃ ওবাইদুল্লাহ, উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ মোহেব্বুল্লাহ প্রমূখ ।
অপরদিকে একই সময়ে উপজেলার মির্জাগঞ্জ মাজার মোড়ে স্থানীয় যুবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এসময় মিছিলকারীদের ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমানথ, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধানথ, ‘নুপুর শর্মার দুই গালে, জুতা মারো তালে তালেথ ইত্যাদি স্লোগানে মির্জাগঞ্জের আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবী কুমার জিন্দাল যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। আমরা মুসলমান, আমরা আমাদের মুসলমানিত্ব নিয়ে থাকতে চাই। কিন্তু যদি কেউ আমাদের অনুভূতিতে আঘাত করে এবং বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে তাহলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। বিজেপির ওই দুই নেতার তীব্র সমালোচনা করে অনতিবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান বক্তারা।
এর আগে গত শুক্রবার (১০ জুন) সকাল ১১ টায় উপজেলার মাধবখালী ইউনিয়নের চৈতা বাজারে এবং জুমার নামাজ আদায় শেষে উপজেলা সদর সুবিদখালীতে, মধুখালী ইউনিয়নের কাঠালতলী বাজারে ও মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।