প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী কাণ্ড যেন থামছেই না। একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে শোবিজ অঙ্গনে। কথা রটেছে, এই দম্পতির সংসারে ভাঙন ধরেছে। এরইমাঝে ওমর সানির সঙ্গে একজনের কল রেকর্ড ফাঁস হয়েছে। মৌসুমী-ওমর সানি ও জায়েদ ইস্যুতে সোমবার (১৩ জুন) কল রেকর্ডটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। কল রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি!
এই বিষয়ে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে জানান, বিষয়টি গুজব। এডিট করে কথাটি ছড়ানো হচ্ছে।
ওমর সানি বলেন, ‘বিষয়টি পুরোই গুজব। আমার কথাকে এডিট করা হয়েছে। মাঝের কিছু কথা ফেলে দিয়ে এডিট করে কথাটা ওভাবে ছড়ানো হচ্ছে। এগুলো তো ঠিক না। যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন। অনেক গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা।’
সেই কল রেকর্ডটিতে ওমর সানিকে বলতে শোনা যায়, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরো একটি সন্তান আসছে ইনশাল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি...। ’
সম্প্রতি স্ত্রী মৌসুমীকে বিরক্ত করার অভিযোগে শিল্পী সমিতিতে জায়েদ খানের নামে লিখিত অভিযোগ দেন ওমর সানি। যদিও ওমর সানির অভিযোগকে অস্বীকার করেছেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু শিল্পী সমিতিতে যে অভিযোগ ওমর সানি করেছেন তাতে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।