Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

২০ কোটি টাকা মূল্যের সরকারি ভূমি উদ্ধার

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০২ এএম

ঢাকার ধামরাইয়ে প্রভাবশালীদের দখলে থাকা তিনটি মৌজায় প্রায় ২০ কোটি টাকার মূল্যের ১ খাস খতিয়ান ভূক্ত প্রায় ১০ একর সরকারি সম্পত্তি (ভূমি) উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার ধামরাই ইউনিয়নের কায়েৎপাড়া ৫ একর ও সৌরিভাগ মৌজায় প্রায় ৩ একর এবং সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর মৌজায় প্রায় সোয়া একর সরকারি খাস খতিয়ান ভূক্ত ভূমি দীর্ঘদিনধরে কতিপয় প্রভাবশালী স্থানীয় ব্যক্তিরা ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে রেখে ছিল। সম্পত্তি মূল্য প্রায় ২০ কোটি টাকা হবে বলে জানা গেছে। সরকারি সম্পত্তি অবৈধভাবে অন্যের দখলে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর নজরে আসলে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, সার্ভেয়ার শফিকুল ইসলাম সার্ভেয়ার শহিদুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। পরে উক্ত সরকারি ভূমি পরিমাপ করে সরকারি দখলে নিয়ে নেন। এসব উদ্ধারকৃত ভূমিতে অতি দরিদ্রদের জন্য আশ্রয় প্রকল্প করা হবে বলে জানা গেছে। এরপূর্বেও দেপাশাই ভালুমসহ কয়েকটি জায়গায় অন্যের দখলে থাকা শতশত শতাংশ খাস খতিয়ান ভূক্ত সরকারি ভূমি উদ্ধার করে সেখানে অতি দরিদ্রদের জন্য আশ্রয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ