Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে নাটকের শুটিংয়ে বখাটেদের হামলা, আহত বেশ কয়েকজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৮:৫০ পিএম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তানজিন তিশা ও মুশফিক আর ফারহানের নাটকের শুটিং টিমের ওপর হামলা করেছে ১৫-২০ জন বখাটে। এতে নাটকের প্রযোজকসহ চারজন আহত হয়েছেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায় শুটিং চলাকালীন স্পট থেকে বাইরে বের হতে বলায় বাক্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রযোজক সৌরভ, সহকারী পরিচালক সবুজ ইশতিয়াক, অভিনেতা কন্ডাল বিশ্বাস ও অংকন। মঙ্গলবার বিকেলে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাটকের আর্ট ডিরেক্টর নাজিরী সাগর।

তিনি বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১১ জুন থেকে ১৩ জুন ক্যাম্পাসে অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী তানজিন তিশার নাটকের শুটিং করা হয়। ছাত্রাবাস, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং হয়। শুটিংয়ের শেষ মুহূর্তে বহিরাগত বখাটেদের স্পট থেকে বের হতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি দল এসে ইট-পাটকেল ও বেল্ট দিয়ে শুটিং টিমের ওপর হামলা চালিয়ে বের হয়ে যায়। ঐ হামলায় চারজন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শুটিংয়ে এসে সবার অনেক সহযোগিতা পেয়েছি। সবার ইতিবাচক ভূমিকার কারণে আমাদের কাজ অনেক সহজ হয়েছে। যারা আমাদের ওপর যারা হামলা করেছে তারা বহিরাগত ছিল। আমরা অনেক জায়গায় শুটিং করেছি কিন্তু এখানে এমন অনাকাঙ্খিত ঘটনার স্বীকার হতে হবে সেটা ভাবিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলনসহ নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

উল্লেখ্য, গত ১১ জুন থেকে চারদিন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন অভিনেতা মুশফিক আর ফারহান, অভিনেত্রী তানজিন তিশাসহ নাটকের পুরো শুটিং টিম। এরই মধ্যেই বিশ্ববিদ্যালয়ের হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং হয়েছে। মঙ্গলবার শুটিং শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ