রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, লালমিনরহাট ও পাকশী ডিভিশনের আয়োজনে স্টেশন মাস্টারদের দাবি-দাওয়ার এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে প্লাটফর্মে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের আয়োজিত মাস্টারদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মোকছেদুল মোমিন, চেয়ারম্যান সৈয়দপুর উপজেলা পরিষদ ও সভাপতি (ভারপ্রাপ্ত) আ.লীগ সৈয়দপুর উপজেলা শাখা এবং প্রধান উপদেষ্টা, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।
সভায় অশোক কুমার চক্রবর্তী আহ্বায়ক পাকশী বিভাগ স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, এ বি এম জিয়াউর রহমান, সদস্য সচিব লালমনিরহাট স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, রেজাউল করিম সজল, সদস্য সচিব, পাকশী বিভাগ স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, শুভ্র কান্তি বিজয়, সিনিয়র সহ-সভাপতি, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ও পয়েন্টস ম্যান ইলিয়াস আলীসহ বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালায় ছিলেন, জয়ন্ত চক্রবর্তী, স্টেশন মাস্টার নীলফামারি। স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি রোস্টার, হলিডে ও নাইট ডিউটি ভাতা প্রদান, বেতন বৈষম্য দূরকরণ, নিয়োগ বিধি-২০২০ সংশোশিকরণ, আটকে থাকা প্রমোশন দ্রুত চালু করাসহ অন্যান্য সমস্যবলি দূরকরণের আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।