রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধাদের সংগঠন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির ব্যবসায়ীসহ ও সুশীল সমাজের লোকজন। সংবাদ সম্মেলনে মো. খোর্শেদ আলম লিখিত বক্তব্যে জানায়, গত ৮ জুন দাউদকান্দি পৌরসভার সরকারি সম্পত্তির উপর নির্মিত দোকান বরাদ্দ নিয়ে মুক্তিযোদ্ধা ও পূর্বের কিছু দোকানদার সংবাদ সম্মেলন করে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। ওই ঘটনার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা ও দোকানদাররা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম। তিনি এতে বলেন, ভুল বোঝাবুঝির কারণে পূর্বে সংবাদ সম্মেলন করা হয়েছিলো, যা অনভিপ্রেত ও দুঃখজনক। এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার, মোহাম্মদ মজনু মিয়া, আব্দুল ওয়াদুদ ও আবুল বাসার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।