Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০২ এএম

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধাদের সংগঠন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির ব্যবসায়ীসহ ও সুশীল সমাজের লোকজন। সংবাদ সম্মেলনে মো. খোর্শেদ আলম লিখিত বক্তব্যে জানায়, গত ৮ জুন দাউদকান্দি পৌরসভার সরকারি সম্পত্তির উপর নির্মিত দোকান বরাদ্দ নিয়ে মুক্তিযোদ্ধা ও পূর্বের কিছু দোকানদার সংবাদ সম্মেলন করে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। ওই ঘটনার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা ও দোকানদাররা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম। তিনি এতে বলেন, ভুল বোঝাবুঝির কারণে পূর্বে সংবাদ সম্মেলন করা হয়েছিলো, যা অনভিপ্রেত ও দুঃখজনক। এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার, মোহাম্মদ মজনু মিয়া, আব্দুল ওয়াদুদ ও আবুল বাসার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ