প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের একটি গান গেয়ে তুরস্কের এক শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় এসেছেন। ইমরানের গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি গেয়েছেন তুরস্কের সঙ্গীতশিল্পী মুরাত য়িলদিরিম। তার গাওয়া ১ মিনিট ১০ সেকেন্ডের সেই গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ইমরান। ইমরান জানান, এর আগেও তিনি আমার একটি গান করেছিলেন। একজন আমাকে ট্যাগ করেছিলেন। পরে শেয়ার দিলে সেই গানের ভিউ মিলিয়ন ক্রস করে। পরে হয়তো উনি অনুপ্রাণিত হয়ে নতুন করে ‘বলতে বলতে’ গেয়ে নিজের ফেসবুক ও ইউটিউবে আপলোড করেছেন। আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছেন। ভীষণ ভালো লেগেছে দেখে। ইমরান জানান, এর আগেও ব্রাজিল, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়ার অনেকে আমার গান গেয়েছেন। উল্লেখ্য, ‘বলতে বলতে’ গানের কথা লিখেছিলেন শফিক তুহিন, সুর-সঙ্গীত আয়োজন করেছিলেন ইমরান নিজেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।