Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৭:৪১ পিএম

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপক্ষো করে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবশে করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। আজ মঙ্গলবার (১৪ জুন) বিকেলে নগরীর দরগাহ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরওয়ার রেজা, রজব আহমদ, জাহাঙ্গীর মিয়া, সিনিয়র সদস্য আব্দুল মুনিম। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মানিকুর রহমান মানিক, কামরান হোসেন হেলাল, আবুল কালাম সাহেদ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আনসার আলী, আহসান মাহবুব, জাবেদ আহমদ জীবন, শহীদ হোসেন সাবু, দুলাল আহমদ, সালেক আহমদ, শেখ আব্দুল মনাফ, রুবেল বক্স, মনিরুজ্জামান মনির, রাসেল খান, আশিক মিয়া, জাহেদ আহমদ, ফারুক আহমদ, প্রভাষক মাকসুদ আলম, আব্দুল আমিন, সাইফুল আলম কুরেশী, এনামুল হক, হাবিবুর রহমান, কামাল আহমদ, লিয়াকত আলী ইমন, স্বেচ্ছাসেবক দলনেতা শেখ মোঃ সাকিব, রিপন চৌধুরী, জাহিদ হাসান, মাসুম আহমদ, সাজ্জাদ হোসেন আরমান, নাইম সরকার, খলিলুর রহমান। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, যুগ্ম আহবায়ক রুশন আহমদ, সদস্য হেলিম হোসেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক সৈয়দ আক্তার আহমদ ময়না, সিনিয়র সদস্য গোলাম এহিয়া খান, আব্দুল আহাদ, নান্টু। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, যুগ্ম আহবায়ক আল উদ্দিন মনাই, আব্দুস সালাম আজাদ, রিপন আহমদ, নুরেছ আলী, শাহীন আহমদ, ছাব্বির আহমদ, সদস্য তারেক মনোয়ার, শাহাব উদ্দিন, ফজলে রাব্বী রাজ, জাবেদ খান। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, লিটন আহমদ, তারেক আহমদ, সদস্য শফিকুল ইসলাম, ফারুক আহমদ, মামুন আহমদ, জহিরুল ইসলাম, নুরুল আমিন, আবাদ হাসান বাদল, আলমগীর আলম, আলী হুসেন, রুহেল আহমদ, আহমদ আলী, রিপন আহমদ, বশর উদ্দিন। গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলেয়ার হোসেন। জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছদিউল হোসেন। ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম আহবায়ক সুহিনুল হক আক্তার, সুহেল আহমদ রাহুল, সাইদুর রহমান, সদস্য রেজাউল ইসলাম। বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, সদস্য দেলোয়ার হোসেন। গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন, সদস্য ফয়সল খান প্রমুখ। সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসায় অন্যায়ভাবে সাঁজা দিয়ে বন্দি রাখা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ হলেও স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে বিদেশে উন্নত সু-চিকিৎসা থেকে বঞ্চিত করে নিশিরাতের অবৈধ সরকার মৌলিক ও মানবাধিকার পরিপন্তি কাজ করে তাকে পরিকলল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবার ষড়যন্ত্র করেছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য প্রেরণ করা না হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ