Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বটতলার আজীবন সম্মাননা পাচ্ছেন আলী যাকের

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘প্রকৃতি ও মানব হত্যার বিরুদ্ধে- মুক্তির উৎসবে’ সেøাগানকে সামনে রেখে নাট্যদল বটতলা দু’বছর পরে আবারো আয়োজন করতে যাচ্ছে নতুন নাটকের উৎসব ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’। এটি তাদের ২য় উৎসব। উৎসবের প্রথম দিন বটতলা তাদের নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’ মঞ্চে আনতে যাচ্ছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। আগামী ১-১০ ডিসেম্বর নাটক সরনী (বেইলী রোড)-র মহিলা সমিতিতে হতে যাচ্ছে এই উৎসব। বটতলা এই উৎসবের মাধ্যমে মঞ্চের একজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করে থাকে। এবার উৎসবের সমাপনী আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হবে খ্যাতিমান অভিনেতা ‘আলী যাকের’কে। ‘বটতলা রঙ্গমেলা ২০১৪’তে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছিল অভিনেত্রী ফেরদৌসি মজুমদারকে। উল্লেখ্য, এবারে ১০ দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে ভারত, ইরান, যশোরসহ ঢাকার বেশ কয়েকটি নাটকের দল। এবারে উৎসবে ঢাকার বাইরে যেসকল নাট্যকর্মী আছেন, যারা নীরবে দীর্ঘদিন ধরে নাট্যচর্চাকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং করছেন তেমন ৮টি বিভাগের ৮জন নাট্যকর্মীকে আমরা সম্মাননা প্রদান করা হবে। শিশুদের কথা বিবেচনা করে শিশুদের উপযোগী নাটক প্রদর্শনের আয়োজন করা হবে ৯ ডিসেম্বর সকালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ