প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশিক বন্ধু : শফিক হাসান পরিচালিত ধুমকেতু সিনেমাটি মুক্তির ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৯ ডিসেম্বর সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। ইতোমধ্যে প্রায় ১০০টি সিনেমাহলে মুক্তির কথা চ‚ড়ান্ত হয়েছে। পরিচালক শফিক হাসান বলেন, ধুমকেতু সিনেমার কাজ শেষ করতে একটানা এক বছর সময় লেগেছে। আমার সব সাধনা এ সিনেমায় দিয়েছি। সব ধরনের বড় আয়োজনে কাজ শেষ করেছি। পরিবারের সবাই মিলে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন। আমি অনেক আশাবাদী, বিনোদনে ভরপুর সুন্দর একটি সিনেমা উপভোগ করবেন সিনেমাপ্রেমীরা। গান, গল্প, শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হবেন সবাই। ধুমকেতুতে শাকিব খান ও পরীমিনি ছাড়াও আরো অভিনয় করেছেন আলীরাজ, দিতি, তানহা তাসনিয়া, হ্যাপি, শিবা সানু প্রমুখ। এতে ৫টি গান রয়েছে। সবগুলো গানের সুর সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ন। আইটেম গান, রোমান্টিক গান, এবং স্যাড রোমান্টিক, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, আহমেদ হুমায়ুুন, খেয়া, নদী ও কিশোর। ইতোমধ্যে ‘চুপচুপি মন’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ পেয়ে ব্যাপক সাড়া ফেলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।