Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যবিপ্রবিতে অধ্যাপক জামাল নজরুলের নামে ল্যাব উদ্বোধন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০১ এএম

গণিতের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামিং, অ্যাপলিকেশনস শেখানোর উদ্দেশ্যে বাংলাদেশের প্রখ্যাত ফলিত গণিতবিদ অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের নামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত বিভাগে একটি গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের পঞ্চম তলায় গত রবিবার গণিত বিভাগে এ ল্যাব উদ্বোধন করা হয়। এছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন ডেটা সিমুলেশনের জন্য বিভাগটিতে ল্যাবরেটরি ফর হাই পারফরম্যান্স কম্পিউটিং নামে আরেকটি ল্যাবেরও উদ্বোধন করা হয়। ল্যাব উদ্বোধনের পর যবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ল্যাব সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়ন করা হচ্ছে। আধুনিক গণিতের বিভিন্ন দিক শিক্ষার্থীদের শেখাতে এ ধরনের ল্যাব খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, যবিপ্রবিতে বিভিন্ন ভবন ও ল্যাবসমূহ বাংলাদেশের বরেণ্য ব্যক্তিদের নামে নামকরণ করে সম্মানিত করা হচ্ছে। গণিত বিভাগের উন্নয়নে আরো সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজ উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আলমগীর বাদশা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ