Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০২ এএম

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে ভ্যাপসা গরম উপেক্ষা করে প্রেমিক ইকবাল হোসেন (২২) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৯)। গত রোববার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মহারাজপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ইকবাল হোসেন মহারাজপুর গ্রামের সৈয়দ মন্ডলের ছেলে। মেয়েটি জানায়, কলেজে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছেলের মা তাকে বউমা বলে ডেকে বিয়ে দেয়া হবে বলে বিভিন্ন জায়গা বেড়াতে যেতে উৎসাহ দিয়েছে। যার কারণে বিভিন্ন জায়গা আমি ইকবালের সঙ্গে গিয়েছি। ইকবালও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে। আমাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। পরবর্তীতে বিয়ের কথা বলতেই বিভিন্ন তালবাহানা করতে থাকে। এ নিয়ে সমাজে দু’বার সালিশও হয়েছে। তারা বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। আমি কোন উপায় না পেয়ে ছেলের বাড়িতে উঠেছি। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তাই আমাকে বিয়ে করতে হবে। তার কাছে অনেক ধরনের প্রমান রয়েছে বলে জানায়। অনশনের ঘটনা সকালে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক ইকবালের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। এঘটনায় প্রেমিক ইকবাল হোসেন বাড়িতে না থাকায় তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বেলা ১১টার দিকে মহারাজপুর পূর্বপাড়া এলাকায় সৈয়দ মন্ডলের ছেলে ইকবাল হোসেনের বাড়িতে এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। মেয়েটি আসার পর ইকবালের বাড়ির ভেতর থেকে গেট আটকে রাখা হয়। মেয়েটি বাড়ির গেটে বসে অনশন করছে।
এসময় প্রেমিক ইকবাল হোসেনকে দেখা যায়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, এমন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ