Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুবর্ণচরে ১২২৫ লিটার সয়াবিন তেল জব্দ

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০২ এএম

সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মুজদকৃত ১২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। গত রোববার ভোরে চরজব্বার ইউনিয়নের আবুল মেম্বার সমাজ মসজিদের পাশ্ববর্তী বেলালের বাড়ির একটি গরু রাখার পরিত্যাক্ত ঘর থেকে তেলগুলো জব্দ করা হয়। পুলিশ জানায়, একটি পরিত্যাক্ত গরুর ঘরের মধ্যে কোন অসাধু ব্যবসীয় বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে চরজব্বার থানা পুলিশের একটি দল বেলালের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রেশ ব্যান্ডের ৫ লিটারের ৬২ কাটুন সয়াবিন তেল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। চরজব্বার থানার ওসি জিয়াউল হক জানান, জব্দকৃত তেলগুলো আদালতে জমা দেয়া হবে। আদালত থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ