রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়ির ভূজপুর ইউপি নির্বাচন আগামীকাল বুধবার। এ নির্বাচন ঘিরে সরগরম পুরো এলাকা। গতকাল সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রার্থীদের শোডাউন ছিল চোখে পড়ার মতো। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ইব্রাহীম তালুকদার (নৌকা), শাহজাহান চৌধুরী শিপন (আনারস), নাছির উদ্দীন মুন্সি (অটোরিকশা), প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে স্বতন্ত্রপ্রার্থী শাহজাহান চৌধুরী শিপণ (আনারস) এবং আ.লীগ মনোনীতপ্রার্থী মো. ইব্রাহীম তালুকদার (নৌকা)’র মধ্যেই। সরেজমিনে জানা গেছে, ভূজপুরের মানুষ গতবার কৌশলগত কারণে বিষ খাওয়ার চেয়ে তিতা খাওয়া ভালো হিসেবে আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহীম তালুকদারকে নির্বাচিত করেছে। এবার তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। ফলে টেনসনে পড়েছেন আ.লীগ প্রার্থী মো. ইব্রাহীম তালুকদার। কারণ এবার নির্বাচনী মাঠ দখলে নিয়েছে হেভিওয়েট স্বতন্ত্রপ্রার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাহজাহান চৌধুরী শিপন (আনারস)। এবার বাজিমাত করবে স্বতন্ত্রপ্রার্থী এমনটা বলছে সাধারণ ভোটারগণ। ইতোমধ্যে নৌকার পক্ষে ভোট চাইতে ভূজপুর নির্বাচন মাঠে ঘুরে বেড়িয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সভাপতি এম.এ সালামসহ কেন্দ্রীয় ও জেলা এবং উপজেলা পর্যায়ের নেতারা। প্রথম দিকে নির্বাচনী উত্তাপ একটু কম হলেও শেষ পর্যায়ে প্রচার-প্রচারণা আর শোডাউন খানিকটা উত্তাপ ছড়ায়। বিএনপি-জামায়াত ও হেফাজত অধ্যূষিত এলাকা হিসেবে পরিচিত ভূজপুরে ২০১৩ সালে আ.লীগের মিছিলে পাল্টাপাল্টি আক্রমণের পর হতে এ ইউনিয়নে আ.লীগের দূর্গ গড়ে তোলার চ্যালেঞ্জ হিসেবে নিলেও তা কাজে বাস্তবায়ন করতে পারেনি। তবে এ ইউনিয়নটি আ.লীগ থেকে ছিনিয়ে নিতে বিরোধী সব পক্ষ মরিয়া হয়ে মাঠে কাজ করছে সাবেক আ.লীগ নেতার পুত্র স্বতন্ত্রপ্রার্থী শাহজাহান চৌধুরী শিপনের জন্য। তার পক্ষে প্রকাশ্যে মাঠে নেমে কাজ করতে দেখা গেছে ভূজপুরের বেশ ক’জন প্রভাবশালী ব্যক্তি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের। তাদের নিয়ে চোখের ঘুম হারাম করে রাত দিন ডোর টু ডোর প্রচারণা করে বেড়িয়েছেন শাহজাহান শিপন। গতকাল সন্ধ্যায় স্থানীয় কাজিরহাট বাজারে আনারস মার্কার সমর্থনে সর্বস্তরের জনগণের বিশাল শোডাউন প্রমাণ করে এবার ইউনিয়নবাসী আনারসের স্বাদ নিতে চায়। এবারের ইউপি নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে প্রশাসন। গতকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ফটিকছড়ির ইতিহাসে ভূজপুর ইউপি নির্বাচনেই প্রথম ইভিএম মেশিনে ভোট নেয়া হচ্ছে। এ জন্য গতকাল রিহার্সাল ভোটিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।