Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাগনভূইয়াতে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ৬:৪৫ পিএম

ভারতের ক্ষমতাসীন বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মানবতার দূত,মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দাগনভুইয়ায় ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদ, আশপাশের মাদ্রাসাগুলো থেকে ছাত্র-শিক্ষক, হাজার হাজার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহনে করেন। বিক্ষদ্ধ জনতা নূপুর শর্মা ও জিন্দালের কুশপুত্তলিকায় আগুন লাগিয়ে দেন। দাগনভূইয়া আশ্রাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতী ইউসুফ কাসেমীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পদক্ষিণ শেষে জিরোপয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যারা নবিজীকে নিয়ে কটুক্তি করেন তারা মানবতার শত্রু। আজকে নবীজির কোটি কোটি আশেকদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমাদের ঈমানের শক্তি আছে,আমাদের বুকে একফোটা তাজা রক্ত থাকা অবস্থায় মহানবী (সা.)এর দুশমনদেরকে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও নবীজির দুশমনদের পৃথিবী ছাড়া করা হবে। বক্তারা বলেন, তাদের নামে মামলা হয়েছে নামমাত্র, কিন্তু তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, মুসলমানরা হযরত আবু ছিদ্দিকের জাতি, হযরত ওমর, ওসমান ও আলী (রা.)এর বংশধর। এতএব সময় থাকতে এই নাস্তিকদেরকে, মহানবী (সা.)এর দুশমনদেরকে বিচারের মুখোমুখি কর।
বক্তারা আরো বলেন,আজকের এই সংগ্রাম প্রিয়নবীর ভালোবাসার সংগ্রাম,আজকের এই সংগ্রাম নাস্তিক মুরতাদের উৎখাতের সংগ্রাম। যতদিন পর্যন্ত এই কাফের, নাস্তিক, ইহুদী-নাসারা,আল্লাহর মহানবী (সা.)এর বিরুদ্ধে থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। যতদিন পর্যন্ত আমাদের নি:শাস থাকবে ততদিন পর্যন্ত আমরা মুহাম্মদ (সা.)এর পক্ষে লড়াই করে যাবো ইনশাআল্লাহ।
বক্তারা রাষ্ট্রীয়ভাবে এমন জগণ্যতম অপকর্মের প্রতিবাদে ভারতীয় রাষ্ট্রদূত থেকে কৈফিয়ত তলব করা সরকারের এ মুহুর্তে উচিত এবং জাতীয় সংসদে এই ঘটনার নিন্দা প্রস্তাব পাশ করার জন্য সরকারের প্রতি উধাত্ত আহবান জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা মুফতি ইউছুফ কাসেমী, দাগনভূইয়া পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন,বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, মাওলানা সাঈদুর রহমান,মাওলানা ইউনুছ, মাওলানা ইসমাঈল হোসেন, মুফতি কামরুল হাসান, মাওলানা আতিক উল্লাহ মামুন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ