Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জায়েদ ভালো ছেলে, কখনোই আমাকে অসম্মান করেনি: মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ৪:৪৩ পিএম

জায়েদ খানের দ্বারা সংসার ভাঙার চেষ্টা এবং পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত চিঠি দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। শুধু তাই নয়, ওই চিঠিতে ওমর সানী জানান জায়েদ মৌসুমীকে বিরক্ত করছে চার মাস ধরে। গতকাল রবিবার (১২ জুন) এইসব অভিযোগ জানান সানী। ওমর সানীর অভিযোগের একদিন পরেই মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এক অডিও বার্তায় মৌসুমীকে পরস্পরবিরোধী কথা বলতেই শোনা গেল।

অডিও বার্তায় মৌসুমী বলেন, ‘আমি মনে করি, এখানে আমার প্রসঙ্গটি টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদ খানকে অনেক স্নেহ করি। ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মাঝে কাজের যে সম্পর্ক তা খুবই ভালো। সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে, এ ধরনের কোনো কিছু জায়েদের মধ্যে পাইনি।’

জায়েদকে ‘অনেক ভালো ছেলে’ আখ্যা দিয়ে এই চিত্রনায়িকা আরো বলেন, ‘সে কখনোই আমাকে অসম্মান করেনি। কেন এই প্রশ্নটা বারবার আসছে- সে আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে- জানি না এটা কেন হচ্ছে! এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

মৌসুমী আরো বলেন, ‘আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে, আমাদের... যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’

অডিও বার্তায় সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না।’

এ সময় মৌসুমী আরো বলেন, ‘তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কিনা, আমি অভিযোগ করেছি কিনা (জায়েদের বিরুদ্ধে) জানাটা খুব বেশি জরুরি ছিল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ