বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে পারিবারিক কলহের জেরে নববধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী ইউসুফ নবী রুবেল। এ ঘটনায় হত্যার কাজে ব্যবহৃত ছোরাসহ রুবেলকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসি।
গতকাল রোববার সকালে উপজেলার পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লাইলি আক্তার রুপালি কবিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড ফতেজঙ্গপুর গ্রামের চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। আটককৃত ইউসুফ নবী রুবেল পূর্ব সোনাদিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় রুবেল-রুপালির। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া বিবাধ হয়। এর জের ধরে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুনরায় তাদের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে রুপালির হাত-পা ওড়না দিয়ে বেঁধে ফল কাটার একটি ছোরা দিয়ে তাকে জবাই করে রুবেল। এসময় পাশের ঘরে থাকা রুবেলের মা রুপালির ঘোংরানির শব্দ শুনতে পেয়ে এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে রুবেলকে আটক করে। কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং জবাই করা ছোরাটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুপালিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে রুবেল। হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একাই করেছে বলেও জানিয়েছে সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।