বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীর দাগনভূঁঞায় সালিশে বাগবিতণ্ডার জেরে ‘অণ্ডকোষ টিপে’ শাহ জালাল ফারুক (৪০) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হচ্ছেন- উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামের ওবায়দুল হক (৩৩), তার স্ত্রী সাহানা আক্তার (১৭) ও উত্তর খুশীপুর গ্রামের জহির আহম্মেদের স্ত্রী মারজান বেগম (৩৬)।
এর আগে শনিবার উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের মির্ধা বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার জমি বিরোধের জেরে বসা সালিশি বৈঠকে সাহাব উদ্দিন গংদের সঙ্গে দস্তাদস্তির এক পর্যায়ে ফারুক নামের একজন মারা যায়। ওই দিন রাতে ফারুকের বাবা আবদুল হাকিম বাদী হয়ে থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার এজহারভূক্ত ওবায়দুল হক, মারজান বেগম ও সাহানা আক্তারকে গ্রেফতার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম জানান, এ ঘটনা তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।