Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মহানবী (সঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ৯:৪২ পিএম

ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী মোহাম্মদ(সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি উম্মুল মু'মিনিন হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়ায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৷ রবিবার বিকালে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয় ৷

ধর্মপ্রাণ মূসুল্লিদের উদ্যোগে মুসলমান সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি হযরত মা আয়শা সিদ্দিকা (রাঃ)কে উদ্দেশ্য করে ভারতের ক্ষমতাসিন বিজেপি নেতাদয়ের দেয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উলামা পরিষদের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মসলমানরা৷

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আমরা মনে করি ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবী(সঃ)কে নিয়ে কটুক্তি করা হয়েছে। এ ধরনের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের দরবারে জবাবদিহি করতে হবে ৷ একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী কর্মকান্ড করেই যাচ্ছে ৷ আমরা এ সব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷ দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি৷ সেই সাথে সাম্প্রদায়িকতা ছেড়ে ভারতের মসলমানদের শান্তিপূর্ণ ভাবে বসবাসের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি৷

তারা আরো বলেন, সকল মুসলমানদের ভারতের সকল পণ্য বর্জন করা উচিত৷ এসময় তারা ভারত সরকারকে বিজেপি'র দুই নেতাকে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি দিতে হবে জোরদাবি করেন ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ