Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে কৃষকের বসতঘর পুড়ে ছাই

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০৩ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামে অগ্নিকান্ডে কৃষক মো. বনি আমিন খলিফার বসতঘরসহ মালামাল পুড়ে সম্পূর্ন ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে।
ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী শাহানাজ বেগম জানান, স্কুলে মেয়েকে আনতে গিয়ে বাড়িতে ফিরে এসে দেখি আগুন জ্বলছে।
প্রতিবেশীরা আগুন নিভানোর চেষ্টা করেও রক্ষা হয়নি, সম্পূর্ন ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
তার ঘরে থাকা ৩০ মন চাল, নগদ টাকা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানান। তবে প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের খোজখবর নিয়ে তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ