রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলার লালপুর উপজেলার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ আমিনা খাতুনের (২৫) লাশ ২দিন পর উদ্ধার হয়েছে।
গত শনিবার সকালে পদ্মা নদীর সাঁড়া গোপালপুর এলাকায় তার লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। নিহত আমেনা উপজেলার গৌরীপুর পশ্চিমপাড়া গ্রামের হাসেম মোল্লার মেয়ে। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পদ্মা নদীর গৌরীপুর পশ্চিমপাড়ে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। ওইদিন বিকেল পর্যন্ত রাজশাহী ও লালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল পদ্মা নদী থেকে আমিনা খাতুনকে উদ্ধার ব্যার্থ হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।