Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁওয়ে ট্যাংকিতে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পেপার মিলের পাল্পার ট্যাংকিতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর তানভীর পেপার মিলে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শাকিল আহমেদ (১৮)। সে রংপুর কাউনিয়া থানার আড়াজিয়া হরিশ্বর গ্রামের নুরুজ্জামানের ছেলে। শাকিল তানভির পেপার মিলে রিয়েন্ডার সেকশনে কর্মরত। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে পেপার মিলের পাল্পার হাউজে পরে গেলে রাত ৮ টার দিকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ বেড়িয়ে আসে। পরে রাতে শাকিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহত শাকিলের দুলাভাই বকুল জানান, বিগত দেড় বছর ধরে সে এই পেপার মিলে প্রতিদিন ৩৯০ টাকার বিনিময়ে ১২ ঘণ্টা কাজ করে যাচ্ছিল। গত শনিবার আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় সে নিখোঁজ হয়। পরে রাত ৮ টার দিকে ছিন্নভিন্ন লাশ পাল্পারের ভেতর থেকে বেড়িয়ে আসে।
এ ঘটনার পর মেঘনা শিল্পনগরী এলাকায় তানভির পেপার মিলের সামনে শত শত শ্রমিক ও এলাকাবাসী ভীড় করে। গণমাধ্যম কর্মীরা পেপার মিলের ভেতরে প্রবেশ করতে চাইলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য তানভির পেপার মিলের মেইন ফটক বন্ধ করে দেয় এবং সাংবাদিকদের ভেতরে ঢুকতে নিষেধ করেন।
এ বিষয়ে তানভীর পেপার মিলসের কন্ট্রাক্টর দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ আমার দায়িত্বে তানভীর পেপার মিলে কাজ করতেন। গত শনিবার সন্ধায় অসাবধানতা বশত পাল্প মেশিনে পরে নিহত হয়েছে। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ