রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের নিকলীতে কলেজ ছুটির পর নতুনবাজার মোড়, নগরের ব্রিজ, মজলিশপুর ব্রিজ ভূঞা বাড়ির মোড়ে এসব এলাকায় বখাটে ছেলেরা বসে আড্ডা দেয় এবং মেয়েদেরকে নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদান করে থাকে। নিকলী সরকারি কলেজে পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জের গুনধর ইউনিয়নেরসহ নানশ্রী, জালালপুর সহরমুল কারপাশার মেয়েরা প্রতিদিন এ রাস্তা দিয়ে কলেজে আসা যাওয়ার পথে প্রতি এ ধরনের ঘটনা ঘটছে। বর্ষার নতুন পানীতে থৈ, থৈ করছে পৌর এলাকা বিকাল বেলায় অন্যান্য উপজেলার শিক্ষর্থীর সৌন্দর্য উপভোগ করতে আসা মেয়েরাও এঘটনার শিকার হচ্ছে। কখনো বাহিরের ছেলে-মেয়েরাও প্রেসিডেন্ট সড়কে এসে অনৈতিক কার্য্যকলাপে লিপ্ত হয়। স্থানীয় অভিভাবকগণ জানান, যদি এ রাস্তায় মেয়েদের কলেজ যাওয়া আসা নিরাপদ না হয় তবে কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া ছাড়া কোন বিকল্পনেই। নাম প্রকাশ না করার শর্তে একাদশ শ্রেণির একছাত্রী জানান, কলেজ ছুটির পর অটোতে বাড়ি আসার পথে বখাটেরা অটোতে ছড়ে বসে এবং মেয়ের কাছে মোবাইল নাম্বার চায়। গতকাল অভিভাবকদের পক্ষে নানশ্রী গ্রামের মো. হেলাল উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে নিকলী থানার অফিসার (তদন্ত) আক্তারুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি বখাটেদের ধরতে গ্রেফতার অভিযান পরিচালনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।