Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর লাউকাঠী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ বাচ্চুর নির্বাচনী ইশতেহার ঘোষনা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ৮:০২ পিএম | আপডেট : ৮:২৩ পিএম, ১২ জুন, ২০২২

আগামী ১৫ জুন লাউকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ ইলিয়াছ বাচ্চু (টেলিফোন) তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।
আজ ১২ জুন রবিবার বিকাল ৪ টায় পশ্চিম ঢেউখালী মাদ্রাসা সংলগ্ন টেলিফোন মার্কার প্রচারের প্রধান নির্বাচন অফিসে জনাকীর্ণ এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত " গ্রাম হবে শহর" লাউকাঠি ইউনিয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহন করে সকল সড়ক কার্পেটিং এবং সিসির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পূর্বক লাউকাঠী ইউনিয়নকে শহর করা এবং লাউকাঠী বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান করাসহ ১৫ দফা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন লাউকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াছ বাচ্চু। ঘোষিত ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য দফা রয়েছে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে পরিপূর্ন কার্যকর করার মাধ্যমে পারিবারিক বিরোধ, প্রতিবেশীদের সাথে ঝগড়া, মারামারি ও জমিজমা বিরোধ নিষ্পত্তি করা, লাউকাঠী খেয়াঘাটের লাউকাঠী নদীতে সেতু নির্মান করে যোগাযোগ সহজতর করে জীবনযাত্রার মানোন্নয়নে পদক্ষেপ গ্রহন করা, লাউকাঠী মৌজার সীমানা নির্ধারন করে "স্বাগতম লাউকাঠী ইউনিয়ন" গেইট করে ৩৬ নং লাউকাঠী মৌজার সকল সম্পত্তি লাউকাঠী ইউনিয়নের আওতায় আনা হবে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা ও ভিজিডিসহ সরকার কর্তৃক বরাদ্দকৃত সকল প্রকার অনুদান ও সাহায্য কোন প্রকার লেনদেন ছাড়া সুষম বন্টন নিশ্চিত করা হবে, ইউনিয়নে ২৫ শয্যা বিশিস্ট হাসপাতাল গড়ে তোলার মাধ্যমে ইউনিয়নবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চেয়ারম্যান প্রার্থী মোঃ ইলিয়াছ বাচ্চু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইউনুচ আলী মৃধা, সিরাজুল হক সরদার, সোহরাব মৃধা, কাঞ্চন গাজী, বারেক মৃধা, আলাম গাজী, মোছলেম খান, হালিম মৃধা, মজিদ মৃধা, হাফেজ হাওলাদার, রুহুল আমিন মৃধা, আব্দুস সালাম জমাদ্দারসহ বিপুল সংখ্যক সমূথক গণ্যমান্য ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ