রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ অমান্য করে মেয়েকে বাল্যবিয়ে দিয়েছেন সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদনগর গ্রামের সর্দার বাড়ির প্রবাসী জামাল উদ্দিন। জানা যায়, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের ১ম বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্রী নুর আক্তার জিন্নাতিয়ার সাথে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হৈদ বাড়ির আবদুল মন্নানের ছেলে রানার গত সোমবার দুপুর ২টায় বিয়ের দিন ধার্য ছিল। মেয়েটির জন্ম তারিখ আঠার বছর পূর্ণ না হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসার পর মেয়ের পিতা জামাল উদ্দিনকে নির্বাহী কর্মকর্তা তার মুঠোফোনে অফিসে ডেকে আনেন। পরে মেয়ের পিতা জামাল উদ্দিন মেয়ের বয়স আঠার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়ে আসেন। ওই দিন রাত ১০টায় গোপনে নোয়াখালী শহরে নিয়ে অ্যাডভোকেটের বাসায় ছেলের সাথে মেয়ের বিবাহ সম্পন্ন করে। গতকাল মঙ্গলবার দুপুরে ছেলে পিত্রালয় বৌ-ভাত অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন এ প্রতিবেদককে জানান, গোপনে তারা বাল্যবিয়ে দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।